আন্দোলন রত চাকুরীপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে উপযুক্ত চাকুরীপ্রাথীদের চাকুরী দেওয়ার আশ্বাস দিলেন সাংসদ অভিষেক ব্যানাজী। বিরোধীদের মুখে আলকাতরা পরে গেল। ভগবানগোলায় আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তাঘাট উন্নয়ন ইত্যাদি।

আজ ২৯শে জুলাই শুক্রবার, রাত্রিতে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার সূবর্ণ মৃগী ডাকবাঙলা তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে, তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে এক আলোচনা সভা হয়। ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমরা অভিনন্দন জানাই অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ যুবরাজ অভিষেক ব্যানাজীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি (অভিষেক ব্যানাজী) যেভাবে আন্দোলনরত চাকুরীপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে উপযুক্ত চাকুরীপ্রাথীদের চাকুরী দেওয়ার আশ্বাস দিলেন, তাতে ধর্ম নিরপেক্ষ মানুষদের কাছে খুশির খবর। উল্লেখ থাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানাজী যা বলেন তা করেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, চক্রান্তকারী বিজেপি সহ বিরোধীদের মুখে আলকাতরা লাগানো হলো।।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলা বিধানসভার উন্নয়নের জন্য নানা কর্মসূচি নেওয়া হচ্ছে।যেমন রাস্তাঘাট উন্নয়ন, আর্সেনিক মুক্ত পানীয় জল, ইত্যাদি।এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে PWD দপ্তরের মন্ত্রী ঢশ্রী মলয় ঘটক এবং পন্চায়েত মন্ত্রী শ্রী পুলক রায় সহ অন্যান্য সরকারি অধিকারীদের সঙ্গে দেখা করে ভগবানগোলা বিধানসভার উন্নয়নের ব্যাপারে প্রস্তাব লিখিতভাবে জানানো হয়েছে। আশাবাদী খুব শীঘ্রই কাজ শুরু হবে। আজকের সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ,কিষান ক্ষেতমজুর সমিতির সভাপতি শিক্ষক সাবিরুল ইসলাম,সেখ মোস্তফা,সেখ রিপন, নাসিম উকিল,সেখ আপেল,সেখ টুটুল,সেখ ইব্রাহিম ওরফে মহাবীর, সাজাহান মহালদার, ইসমাইল সেখ প্রমুখ।

 

Leave a Reply

Shares