পশ্চিমবঙ্গ বিধানসভায় আর্চয্য জগদীশ চন্দ্র বসুর, জন্মদিন পালন।যতদিন মমতা ব্যানার্জি থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গে CAA এ কেউ লাগু করতে পারবে না ।

আজ ৩০শে নভেম্বর বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের বিধানসভায় আর্চয্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়।প্রখ্যাত বৈজ্ঞানিক আর্চয্য জগদীশ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিধানসভার স্পীকার শ্রী বিমান ব্যানাজী, রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস,রাজ্যের মন্ত্রী শ্রী শোভনদেব চট্রোপ্যাধায়,চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রমুখ।

স্পীকার শ্রী বিমান ব্যানাজী আর্চয্য জগদীশ চন্দ্র বসুর কর্মময় জীবনের দিক ব্যাখা করেন।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গ থেকে বহু মনিষীর জন্ম হয়েছে। তাঁর মধ্যে অন্যতম হলেন আর্চয্য জগদীশ চন্দ্র বসু। CAA এর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক ইদ্রিস আলী বলেন, যতদিন পশ্চিমবঙ্গে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে CAA এ কেউ লাগু করতে পারবে না।

Leave a Reply

Shares