মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’র অনুপ্রেরনায় ভগবানগোলা বিধানসভার প্রত্যেকটি গ্রাম পন্চায়েতেই তৃনমুল কংগ্রেসের দখলে।ভগবানগোলার সম্বন্ধে কেউ কেউ না জেনে,অনাস্হার ব্যাপারে মিথ্যে কথা ছড়াচ্ছেন।না জেনে এই মিথ্যা প্রচার বন্ধ হোক -ইদ্রিশ আলি

মুশি’দাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার মধ্যে চৌদ্দটি গ্রাম পন্চায়েত আছে যা সবই তৃনমুল কংগ্রেসের দখলে।ভগবানোলার বিধায়ক ইদ্রিশ আলি জানান এখন পষন্ত’ আইনগতভাবে কোন গ্রাম পন্চায়েত সংখ্যাগরিষ্টতা হারাইনি।তাছাড়া কোন গ্রাম পন্চায়েতের প্রধানকেও এখন পষন্ত’ সরে যেতে হয়নি।বিধায়ক ইদ্রিশ আলি আরো জানান ভগবানগোলা বিধানসভা ভালভাবে চলছে এবং গ্রাম পন্চায়েত গুলিও ভাল কাজ করছে। ।নিজেদের মধ্যে,মাঝেমধ্যে মতপাথ’ক্য হলেও গ্রাম পন্চায়েতগুলি ঠিকমত চলছে।বাইরের কিছু মানুষ না জেনে,ভগবানগোলা গ্রাম পন্চায়েতে গোলমাল চলছে বলে রটনা করছে।তারা দেখাতে পারবেন না কোন গ্রাম পন্চায়েত সংখ্যাগরিষ্টতার অভাবে পরে গেছে কিম্বা কোন প্রধান বা অন্য কোন পদাধিকারীকে পদত্যাগ করানো হয়েছে।মুশি’দাবাদ জেলার অন্য কয়েকটি জায়গায় সংখ্যাগরিষ্টতা হারালেও ভগবানগোলাতে এখন পষন্ত’ তা ঘটেনি। আমরা আশাবাদী এধরনের ঘটনা এখানে ঘটবে না।বিধায়ক ইদ্রিশ আলি সকলের কাছে আবেদন জানিয়েছেন দল আগে দলের উদ্ধে’ কেউ নয়।পৃথিবীর প্রথম সারির নেত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি,অভিষেক ব্যানাজী’র মত জাতীয় নেতা যখন আমাদের সঙ্গে আছেন এবং দলীয় সভাপতি সুব্রত বকসীর মত অনুগত সৈনিক আছেন তখন তৃনমুল পরিবারের কেউ কোন ক্ষতি করতে পারবে না।2024 সালে নরেন্দ্র মোদিজী আর প্রধানমন্ত্রী থাকবেন না ,তাঁর মৃত্যঘন্টা বেজে গেছে।পরিবত্তী প্রধানমন্ত্রী হিসাবে শ্রীমতী মমতা ব্যানাজী’কে, ভারতবষে’র ধম’নিরপেক্ষ মানুষরা ইতিমধ্যেই বেছে নিয়েছেেন।

Leave a Reply

Shares