বিধানসভাতে কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালন।

আজ ২৬শে মে বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123 তম জন্মবর্ষ উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যখ্য শ্রী বিমান ব্যানাজী, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী,পাশকুড়া পূর্ব বিধানসভার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী,পাথরপ্রতিমা বিধানসভার বিধায়ক সমীর জানা প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাননীয় স্পিকার শ্রী বিমান ব্যানাজী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বাধীনতা সংগ্রামের যে অবদান ছিল তা চিরকাল মানুষ মনে রাখবে। তিনি আরও বলেন সি বি আই তার ইচ্ছে মতো কাজ করছেন।কোন বিধায়ককে তারা ডাকছেন, তা বিধানসভাতে জানাচ্ছেন না। পশ্চিমবঙ্গের স্পিকার শ্রী বিমান ব্যানাজী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরজীর তীব্র সমালোচনা করে বলেন, মাননীয় রাজ্যপাল বিধানসভায় আসছেন, সাংবাদিক সম্মেলন করে যা খুশি তাই বলছেন। হাওড়া ব্রিজের বিল তিনি এখনো পাঠাচ্ছেন না। স্পিকার বিমান ব্যানাজী আরো বলেন, রাজীব গান্ধী হত্যার মামলায় সুপ্রীমকোর্টের রায় আছে রাজ্যপাল মানছেন না এবং মন্ত্রীসভার সিদ্ধান্তও তিনি মানছেন না,যা খুশি তাই করছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়, ডেপুটি মার্শাল ভোলানাথ মুখার্জি সহ বিধানসভার অধিকারীরাগন।

 

Leave a Reply

Shares