বিধায়ক বাবুল সুপ্রিয়কে বিধানসভায় শপথ করালেন ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায়।সীপ্কার বিমান ব্যানাজী এবং পরিষদীয় মন্ত্রী ড: পার্থ চ্যাটাজী বললেন, বাবুল সুপ্রিয়। বিধায়ক ইদ্রিস আলী “খোদা হাফেজ” বলায়, তিনি বললেন”খোদা হাফেজ, আলহামদুলিল্লাহ”

 

আজ ১১ই মে বুধবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় শপথ গ্রহন করলেন বিজেপি এর প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়।শপথ বাক্য পাঠ করান ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী ড: পার্থ চ্যাটাজী, তৃনমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুব্রত বক্সী,চিফ হুইপ নির্মল ঘোষ, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক হুমায়ুন কবির, মন্ত্রী সন্ধ্যা টুডু প্রমুখ।

বিধায়ক বাবুল সুপ্রিয় সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি ইতিমধ্যে বিধায়ক এর কাজ শুরু করে দিয়েছি।আজ থেকে আরো জোর কদমে কাজ করবো। কাশিপুরের বিজেপি কর্মীর মৃত্যু স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানান। বিধায়ক ইদ্রিস আলী বিধায়ক বাবুল সুপ্রিয়কে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। বিধানসভা ছেড়ে যাওয়ার সময় বাবুল সুপ্রিয় যখন গাড়িতে উঠেন তখন বিধায়ক ইদ্রিস আলী তাঁকে”খোদা হাফেজ”বলায়, উত্তরে তিনি বলেন,”খোদা হাফেজ আলহামদুলিল্লাহ”

বিধানসভার সিপ্কার বিমান ব্যানাজী বিধায়ক বাবুল সুপ্রিয়কে স্বাগত জানান। তিনি বলেন লোকসভাতেও আপনার ভুমিকা ছিল খুব ভালো বিধানসভায় আসায় আমরা খুশি।

পরিষদীয় মন্ত্রী ড: পার্থ চ্যাটাজী বলেন, বাবুল সুপ্রিয় খুব ভালো মানুষ তাঁকে পেয়ে আমরা সকলে খুশি।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন ইসলাম ধর্মের মানুষদের “খোদা হাফেজ”বা ইত্যাদি ইসলামিক শব্দ ব্যবহার করে মানুষের মন জয় করেন,আজ দেখলাম বিধায়ক বাবুল সুপ্রিয় “খোদা হাফেজ আলহামদুলিল্লাহ”আমরা খুব খুশি।

 

Leave a Reply

Shares