ইন্ডিয়ান কারাতে অ্যাসোসিয়েশন এবং মার্শাল আর্ট জগৎ কর্তৃক আয়োজিত “হল অফ ফেম” পুরস্কার

নিরাপত্তাহীনতা যেন বেশী করে জাঁকিয়ে বসেছে এই শহরের মহিলাদের মধ্যে। আর তাতেই নিজেদের নিরাপত্তার তাগিদে এগিয়ে এলেন আত্মরক্ষার কৌশল শিখতে।

বিগত ৯বছর ধরে মহিলাদের আত্মরক্ষার জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছেন ইন্ডিয়ান ক্যারাটে এ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ আলী। চলতি বছরের শেষে ১১জনের প্রশিক্ষিত মেয়েরা পাড়ি দিতে চলেছে আন্তর্জাতিক স্তরে ওয়ার্ল্ডতার মিটে থাইল্যান্ডে।

আজ কলকাতা প্রেস ক্লাবে তারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। ইন্ডিয়ান ক্যারাটে এ্যাসোসিয়েশন ও মার্শাল আর্ট জগৎ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল হল অফ ফেম আওয়ার্ড অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে “ওমেনস ইন মার্শাল আর্ট” বইটির উন্মোচন হয়। এদিন হল অফ ফেম আওয়ার্ডে ভূষিত হলেন প্রখ্যাত বলিউড ট্রেনার পারভেজ খান।

এদিনের আওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ক্যারাটে এ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ আলী। এছাড়া উপস্থিত ছিলেন ড: সিদ্দিকী মেহমুদি, টাইগার নাসিম খান, সঞ্জয় এম অথাভালে, সেনসাই গিরি রাও, মহম্মদআরিফ, রবীন্দ্র ভান্ডাকর তাজভীর সিংহ সহ অন্যান্যরা।

Leave a Reply

Shares