পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলাদেশী সহ কতজন বিদেশি বন্দী জেল খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও এখনো জেল বন্দী আছে

আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলাদেশী সহ কতজন বিদেশি বন্দী জেল খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও এখনো জেল বন্দী আছে,সেই প্রশ্ন বিধানসভাতে মাননীয় স্পীকার শ্রী বিমান ব্যানাজীর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অখিল গিরির কাছে প্রশ্ন রাখেন, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

এর উত্তরে মাননীয় কারা মন্ত্রী শ্রী অখিল গিরি বিধানসভায় বলেন, পশ্চিমবঙ্গের জেলে ৩১শে মার্চ ২০২৩ সাপাক্ষে ২৭৭৫২ জন জেল বন্দী আছে। তাদের মধ্যে বিদেশি জেলবন্দীর সংখ্যা ২০৮৪জন। বিদেশী জেল বন্দীদের জেল খাটার মেয়াদ শেষ হয়ে গেছে এমন বিদেশি বন্দী এখনো পশ্চিমবঙ্গের জেলে বন্দী আছে ১৬০জন। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রশ্ন করেন, বিদেশী যে সমস্ত জেল বন্দী আছে ,তাদের জেল খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও ,তাদের দেশে উক্ত বন্দীদের পাঠানোর কোন পরিকল্পনা আছে কি না? উত্তরে মাননীয় মন্ত্রী শ্রী অখিল গিরি বলেন, উক্ত মেয়াদ শেষ হওয়া বিদেশি বন্দীদের তরফ থেকে সেই দেশ থেকে কোন যোগাযোগ করছে না বলে, আমরা উক্ত জেল খাটার মেয়াদ শেষ হওয়ার বন্দীদের তাদের দেশে পাঠাতে পারছি না।সেই দেশের তরফ থেকে যোগাযোগ করলেই আমরা পাঠাবার ব্যবস্থা করবো।

Leave a Reply

Shares