ঐতিহাসিক ইফতার পার্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর সভা ভগবানগোলাতে। কলকাতার ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অনুষ্ঠানটি পরিচালনা করেন মেয়র ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে/নেতৃত্বে, ভগবানগোলার এক নম্বর ব্লকের সভাপতি আফরোজ সরকারের পরিচালনায় আজ২১শে এপ্রিল বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় এক নং ব্লকের মার্কেট কমপ্লেক্স এ এক ঐতিহাসিক ইফতার পার্টি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক আলোচনা সভাও হয়। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, স্হানীয় ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী,স্বাগত ভাষণ দেন আফরোজ সরকার।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গে ইফতার পার্টি চলছে। তারই অঙ্গ হিসাবে প্রায় বাঙলাদেশ সীমান্তের কাছে ভগবানগোলার এই ধরনের ইফতার পার্টি সকলের মন কেড়েছে। ইফতার পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো দূঢ় করে, সংষম এবং গরীবদের ভালোবাসা শেখায়। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, ভগবানগোলা বিধানসভার প্রতিটি অঞ্চলে অঞ্চলে এই ধরনের ইফতার পার্টি চলছে। তিনি ধর্মে ধর্মে সমন্বয় গড়ার আহ্বান জানান।
ব্লক সভাপতি আফরোজ সরকার বলেন, আজকের ইফতার পার্টি এক ঐতিহাসিক। ইফতার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আয়োজন এবং বিভিন্ন ধর্মের মানুষের যোগদান আমাদের মুগ্ধ করেছে। উল্লেখ থাকে,প্রায় পনেরো রকমের ফল থেকে শুরু করে বিরিয়ানীর ব্যবস্হা ছিল।গরীব মানুষদের খাদ্য বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, মুর্শিদাবাদ জেলার সভাপতি সাওনী সিংহরায়, জেলা সভাধিপতি সামসুজ্জোহা, সহ সভাধিপতি রাজীব হোসেন,তূনমুল কংগ্রেসের যুব সভাপতি আহসানুল রহমান ওরফে বাপন, প্রাক্তন সদস্য চাঁদ মহম্মদ, জেলা পরিষদ সদস্যা জলি বেগম,রাফিনা ইয়াসমিন, পঞ্চায়েতের প্রধান, সদস্য/সদস্যা, রমজান আলী,সেখ ইব্রাহিম ওরফে মহাবীর, আবু সাঈম ওরফে রিপন, প্রমুখ।
উল্লেখ থাকে কলকাতার পার্ক সার্কাসে পৌরসভার উদ্যোগে এক ইফতার পার্টি আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় ছিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।