আজ(25/01/2022)মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন।দিল্লীতে তাঁর পৃনাঙ্গ মূত্তি’ স্হাপনের দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’র প্রশাংসা এবং নোবেল প্রাইজ পাওয়ার জন্য আওয়াজ উঠছে।খেলা হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মাইকেল মধুসূদন দত্ত সহ কোন বাঙালীকে ময্য’দা দেয় না।অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান ইদ্রিশ আলি জানিয়েছেন,অথচ জাতীয় সংহতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’ জাতি ধম’দলমত নিবি’শেষে সকল মনিষী’দের সম্মান দেন।প্রাক্তন সাংসদ বত’মান বিধায়ক ইদ্রিশ আলি বলেন দেশের মুখ মমতা ব্যানাজী’র জনপ্রিয়তায় ,তাঁর সঙ্গে কাউরির তুলনা হয় না।পরবত্তী’ প্রধানমন্ত্রী মমতা ব্যানাজী’ এবং মমতা ব্যানাজী’কে নিয়ে আওয়াজ উঠছে নোবেল প্রাইজ পাওয়ার জন্য।

আজ(25/01/2022)মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম।মাইকেলের মূত্তিতে মাল্যদান করেন বিধায়ক ইদ্রিশ আলি, 63 নং ওয়াডে’র পৌরমাতা এবং বরো চেয়ারম্যান সুস্মিতা ভট্যাচায্য’, ফোরামের সম্পাদক এম এ আলি,কালু সিং,ফাদার আবির অধিকারী,বিষ্নু ভিক্ষু প্রমুখ।প্রাক্তন সাংসদ বত’মান মুশি’দাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি, দিল্লীতে মাইকেল মধুসূদন দত্তের একটি পূনাঙ্গ’ মূত্তি’ বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান।সংগঠনের সম্পাদক এম এ আলি তাঁর ভাষনে সকলকে মুগ্ধ করেন।

Leave a Reply

Shares