সাংসদ অধীর চৌধুরীকে গুন্ডা এবং পাগল,ছাগল বললেন, বিধায়ক ইদ্রিস আলী

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতে আজ ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার, কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরী এসে সভা করে গেছেন ,সভায় লোকজন ভালো হয়নি।এই কথা জানান ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, গুন্ডা অধীর চৌধুরী পাগলের মত বলে গেছেন, আগামী পন্চায়েত নির্বাচনে কংগ্রেস সব সিট পাবে। জানি না তখন অপ্রকৃতিস্থ ছিলেন কিনা।

 

নাহলে পাগল ছাগলের মতো এইরকম কথা বলতেন না।যদিও কংগ্রেসের কিছু ভালো মানুষ আছেন, তবে ভগবানগোলাতে কংগ্রেসের কোন ভোট নেই। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং প্রধান সেনাপতি যুবরাজ সাংসদ অভিষেক ব্যানাজীর বলিষ্ঠ নেতৃত্ব দেখে ভগবানগোলার ভোটাররা তৃনমূল কংগ্রেসকেই ভোট দেবেন। বিজেপি, কংগ্রেস, এবং সিপিএমের জামানত জব্দ হবে।যারা আজকে কংগ্রেসে যোগদান করেছেন, তাদেরকে আবার তৃনমূল কংগ্রেসেই ফিরে আসতে হবে। উল্লেখ থাকে অল্প কয়েকজন তৃনমূল কংগ্রেস কর্মী আজ তৃনমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক ইদ্রিস আলী বলেন এতে তৃনমূল কংগ্রেসের কিছুই ক্ষতি হবে না।

 

Leave a Reply

Shares