![](https://indianheadlines.in/wp-content/uploads/2022/04/IMG-20220407-WA0002.jpg)
ভগবানগোলা বিধানসভার চরবিনপাড়াতে পদ্মা ভাঙ্গন প্রতিরোধের পরিদর্শনে বিধায়ক ইদ্রিস আলী।
আজ ৭ই এপ্রিল বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার ১নম্বর ব্লকের চরবিনপাড়া মাঠপাড়া এলাকায় পদ্মা ভাঙনের পরিদর্শন করছেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। উল্লেখ্য এই এলাকায় পদ্মা ভাঙনের সমস্যা টা বহু দিনের।এই সমস্যার সমাধান করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার কে বহু বার জানিয়েছেন।রাজ্য সরকারের সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এবং বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে চরবিনপাড়া মাঠপাড়া এলাকায় পদ্মা ভাঙনের প্রতিরোধের কাজ অর্থাৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আরো উল্লেখ থাকে কোম্পানি কমান্ডার মগর বিশাল এর সঙ্গে স্হানীয় সমস্যা নিয়েও আলোচনা করেছেন বিধায়ক ইদ্রিস আলী।
ইদ্রিস আলী আরো জানান, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী ভাঙ্গন প্রতিরোধের যে দাবী সেই সমস্যার সমাধান করার জন্য, বিধানসভায় দাবী রাখবো। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ভাঙনের জন্য রাজ্য সরকারকে পাওনা টাকা দেয় না।রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই ভাঙ্গন প্রতিরোধের টাকা বরাদ্দ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী কাঁচ এর ঘরে বসে শুধু হুকুম করেন, ভাঙ্গন এলাকার মানুষের বা কোন মানুষের উপকার করেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙলার উন্নয়নের জন্য এই ভাবেই সকলের সাথে থাকেন এবং পাশে থাকেন। এই ভাঙ্গন প্রতিরোধের প্রতিনিধি দলে বিধায়ক ইদ্রিস আলী ছাড়া উপস্থিত ছিলেন সেখ মিনারুল (হনুমন্তনগর পঞ্চায়েতের প্রধান),সেখ ইব্রাহিম ওরফে মহাবীর ,সেখ রিপন সরকার,সেখ ইসমাইল প্রমুখ।