সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,১০০দিনের টাকা রাজ্যকে না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা।এই প্রতিবাদ মিছিলে ভগবানগোলা উত্তাল।

আজ ৫ই জুন রবিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার কুঠীরামপুর অঞ্চলে বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে এবং কুঠীরামপুর অঞ্চল সভাপতি মোস্তফা সেখ ও রিয়াত হোসেন সরকারের পরিচালনায় এক বিরাট মিছিল বের হয়।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গের মানবিক তথা মেহনতী মানুষের পরম বন্ধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু দিন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে আসছেন,১০০ দিনের কাজের ৬০০০ হাজার কোটি পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া পড়ে আছে তা মিটিয়ে দেওয়া হোক। কিন্তু বর্বর, জনবিরোধী, কেন্দ্রীয় সরকার সেই টাকা দেওয়ার কোনদিন নাম করছেন না। মেহনতী ও কৃষক বন্ধুদের স্বার্থে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে ১০০দিনের বকেয়া টাকা অতি দ্রুত কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেওয়ার জন্য আজ এবং কাল(৫ই ও ৬ই জুন) এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করা হবে।এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে কয়েক হাজার প্রতিবাদী মানুষ যোগ দেন।তারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানাজী জিন্দাবাদ, ইদ্রিস আলী জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত ও উত্তাল হয়ে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, মেহনতী মানুষের উন্নয়নের টাকা আটকিয়ে যে অন্যায় কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী করছেন তারজন্য মোদিজীর প্রধানমন্ত্রী থেকে অপসারণ করার দাবি জানাচ্ছি নাহলে পরবর্তী পদক্ষেপ জনগন কি সে শুধু সময়ের অপেক্ষা।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সেখ মোস্তফা,রিয়াত হোসেন সরকার, রবিউল ইসলাম,দিলীপ চৌধুরী,জহর দাস, সরোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Shares