বিধানসভা অধিবশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষন নিয়ে জল্পনা।

আজ ৭ই মার্চ ২০২২ পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কক্ষে বিজেপি বর্বরতা করে ,এক বাজে নির্দশন রাখল।ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলতে বাধ্য হন। তিনি বলেন আমরা তো চেয়েছিলাম, রাজ্যপাল জগদীপ ধনকরজী তাঁর ভাষন পড়ুন।সকলের অনুরোধে মাএ দুলাইন পড়ে তিনি তড়িঘড়ি করে বিধানসভা ছাড়লেন।

বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান ব্যানাজী, আজকের কান্ড কারখানাতে হকচকিয়ে যান।কারন তিনি দীর্ঘদিন ধরে অধিবেশন চালিয়ে আসছেন,এমন ঘটনা দেখা যায় না।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরজী বিজেপির শিখানো রাস্তায় অধিবেশন কক্ষে প্রবেশ করেন। আসলে তিনি নম্রতা দেখালেন কিন্তু অন্য দিকে বিজেপি কে উসকিয়ে দিলেন।পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ও প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য,আমি লোকসভা এবং বিধানসভাতে বক্তব্য রেখেছি কিন্তু রাজ্যপাল ধনকরজীর মতো একজন শিক্ষিত মানুষ এ ধরনের অসভ্যতা করবেন তা আশা করিনি। সামনে তিনি সভ্যতার অভিনয় করে গেলেন এবং পিছনে নোংরা ঘটনা পুরো বিধানসভা কক্ষে বা সদস্যদের দেখিয়ে দিলেন, তিনি কত নোংরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে দুলাইন ভাষন পড়তে বলেন এবং ভদ্রতা দেখিয়ে সভার শেষে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করলেন এঘটনা ভারতবর্ষে বিরল।

 

Leave a Reply

Shares