সংগীতের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চান স্বাতী বর্ধন

কলকাতা : গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার চেষ্টা করছেন গজল সাওরি উপাধীর জনপ্রিয় গায়িকা স্বাতী বর্ধন যা তাঁকে দিয়েছেন গজল গায়ক ওস্তাদ আহমেদ হোসেন ও ওস্তাদ মোহাম্মদ হোসেন । বহু জ্ঞানীগুণী সঙ্গীতজ্ঞের আশীর্বাদপ্রাপ্ত স্বাতী বর্ধন, নতুন প্রজন্মের কবিদের রচনার পাশাপাশি তাঁর সুরেলা গানের নিজস্ব রচনাকে পূর্ণ গুরুত্ব দেন । স্বাতীর গাওয়া গান গুলোর কম্পোজিশন হৃদয় ছুঁয়ে যায় যা প্রতিটি সংগীত প্রেমিককে আকৃষ্ট করে রাখে ।

তিনি তাঁর ক্লাসের মাধ্যমে আর তাঁর কনসার্টের মাধ্যমে তাঁর গান কে,জ্ঞানকে আর নতুন কবিতাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করছেন। স্বাতী বর্ধন যিনি বিদুষী শিপ্রা বোস আর বিদুষী পূর্ণিমা চৌধুরীর অত্যন্ত আদরের ছাত্রী, তিনি তাঁর কাজকে শুধু বিশ্বাস করেন আর একজন গায়ক, গীতিকার, সুরকার, শিক্ষক, মেন্টর হিসাবেই তার কাজকে অগ্রাধিকার দেন।


Leave a Reply

Shares