বাংলার পূণ্যার্থীদের পরিষেবায় রাজ্য সরকার তৎপর, বারাসাত রবীন্দ্র ভবনে,একেএম ফারহাদ
ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাঁচটি মুল স্তম্ভের অন্যতম হজ্ব। সেই উদ্দেশ্যে আরব দেশে মক্কা নগরীতে উপস্থিত হতে হয় বছরের নির্দিষ্ট সময়ে।চলতি বছর হজ্বের প্রথম উড়ান কলকাতা থেকে রহনা দেবে ২১ শে মে।সেই উপলক্ষে রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। চলতি বছর বাংলার প্রায় দশ হাজার হাজীদের ট্রেনিং জেলা ওয়াড়ি অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য এবছর রাজ্যের মধ্যে সর্বাধিক ১৭০০ জন উঃ চব্বিশ পরগনা জেলা থেকে যাচ্ছে।শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত রবীন্দ্র ভবনে ট্রেনিং অনুষ্ঠিত হয় এক হাজারের অধিক হাজীদের উপস্থিতিতে।দীর্ঘ সময় ধরে হজ্ব বিষয়ে পূর্ণাঙ্গ আলোকপাত করেন হজ্ব কমিটি দ্বারা নিযুক্ত ব্যক্তিরা।উক্ত ট্রেনিংয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, হজ্ব কমিটির দীর্ঘদিনের সদস্য, বর্তমানে অন্যতম সেবক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ বলেন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় হাজীদের ভুমিকা প্রশংসনীয়। বাংলা তথা দেশের সামগ্ৰিক কল্যানে মহান আল্লাহর দরবারে দোয়ায় আর্জি রাখেন তিনি। পাশাপাশি বলেন পরিবর্তনের পর রাজ্যের হাজীদের পরিষেবায় রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে হজ্ব অপারেশন সম্পন্ন হচ্ছে। হাজীদের পরিষেবায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,সহ দপ্তরের মন্ত্রী, হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি সহ দপ্তরের সমস্ত আধিকারিকরা যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। উঃ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক মনীশ মিশ্র সহ অন্যান্য আধিকারিকদের তৎপরতায় জেলায় হাজীদের পরিষেবা সুষ্ঠু ভাবে চলছে বলেও তিনি জানান। ট্রেনিং নিতে আসা হাজী সফিকুল ইসলাম ট্রেনিং পরবর্তীতে বলেন হাজীদের পরিষেবায় রাজ্য সরকারের সদিচ্ছা অত্যন্ত প্রশংসনীয়। হাজীদের সব রকমের পরিষেবা,ঠিকভাবে খতিয়ে দেখতে হজ্ব কমিটির সেবক একেএম ফারহাদ সহ অন্যান্যরা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে উল্লিখিত ব্যক্তি জানায়।
উক্ত দিনের ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন রাজ্য হজ্ব কমিটির সদস্য আলহাজ্ব ফজলুর রহমান, সদস্য পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, জেলা সংখ্যালঘু আধিকারিক সৌগত মাইতি,প্রশিক্ষক মাওঃ আসরারুল হক,প্রমুখ।