সম্প্রতি সাড়ম্বরে পালিত হল হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর বার্ষিক উরস উৎসব
হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর 28তম বার্ষিক উরস অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।এ উপলক্ষে কলকাতা, দিল্লি, মুম্বাইসহ সারাদেশ থেকে হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর অনুসারীরা মুর্শিদাবাদের চাঁচুয়া দরবার শরীফে সমবেত হন। যেখানে শুধু মুসলিমরা নন সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর বার্ষিক ওরস রমজানের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। তাই দরবার শরীফে ইফতারের পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হয়েছে। ইফতারের পর কোরআন পাক তেলাওয়াত করা হয়। মিলাদেরো আয়োজন করা হয়। এরপর হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর জীবনী সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। শান্তি ও ভালোবাসার বার্তা দেওয়া হয় ভক্তদের।
উরসের এই শুভ উপলক্ষে লঙ্গরের আয়োজন করা হয়। যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসে খায়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের থাকার ব্যবস্থাও করা হয়েছে সেখানে। পুরো আয়োজন ছিল বিনামূল্যে। কারো কাছ থেকে এক টাকাও নেননি।
এ উপলক্ষে হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর গদ্দীনশীন হযরত নজিবুর রহমান চিশতী বলেন, আমাদের সকলের উচিত সেই পথ অনুসরণ করা যা জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর জীবন থেকে উদাহরণ দিয়ে তিনি বলেন, বিপদের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।
হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর বার্ষিক ওরসে যোগ দিতে তার চার খলিফার নেতৃত্বে মিছিলটি বিভিন্ন স্থান থেকে দরবার শরীফে পৌঁছায়। হজরত মোহাম্মদ আখতার আলী চিশতী ও কলকাতা থেকে হজরত জাফির আলী চিশতী, দিল্লি থেকে হজরত সানিব রহমান চিশতী, মুর্শিদাবাদ থেকে হজরত জিকারিয়া চিশতীর নেতৃত্বে ভক্তদের একটি বড় দল দরবার শরীফে পৌঁছেছিল। তারাবীহের পর রাতভর মাহফিলের আয়োজন করা হয়। ভক্তরা জানান, হযরত খাজা গোলাম কিবরিয়া আল চিশতীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরেনি। সকলের মহৎ উদ্দেশ্য এখানে পূর্ণ হয়।