মমতা ব্যানাজী’র উন্নয়ন এবং মোদিজীর ঘন্টা
আগামী 1লা জানুয়ারী তৃনমুল কংগ্রেসের প্রতিষ্টা দিবস।এই উপলক্ষেরা জ্য তূনমুল কংগ্রেসের মাননীয় রাজ্য সভাপতি সাংসদ শ্রী সুব্রত বক্সী যেভাবে প্রতিষ্ঠা দিবস পালন করার নির্দেশ দিয়েছেন, ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত অঞ্চল সভাপতি এবং শাখা সংগঠন সহ তূনমুল কংগ্রেসের কর্মীদের,কোভিড বিধি মেনে প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী জানিয়েছেন,5 দিন ব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে যেমন হাসপাতালে রোগীদের ফল বিতরন,প্রবীন নাগরিকদের সম্বর্ধনা, ছাত্র ছাত্রীদের পুস্তক বিতরন এবং কৃতি ছাত্র ছাত্রীদের সম্মানা জ্ঞাপন ,বাউল সঙ্গীত, দরগাহতে শ্রদ্ধা, আরও অভিনব কিছু অনুষ্ঠান করা হবে। আগামী 3রা এবং 4ঠা জানুয়ারী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠান সূচীর প্রথম 5পর্ব শেষ হবে। বিধায়ক ইদ্রিস আলী আশাবাদী ভগবানগোলার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান গুলো ঐতিহাসিক রুপ নেবে।
বিধায়ক ইদ্রিস আলী আরো জানান বাঙলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু বাঘিনী নন, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বিশ্বের প্রথম সারির নেত্রী।তাই এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসের দিকে পূথিবীর মানুষ তাকিয়ে আছেন।কারন মমতা ব্যানার্জি কোন সময়ে কি প্রকল্প নেন যা ভারতবর্ষকে অবাক করে দেয়।কন্যাশ্রী,রুপশ্রী সহ ইতিমধ্যে 64টি প্রকল্পের মধ্য দিয়ে বিশ্ব থেকে পুরস্কার এনেছেন।ইদ্রিশ আলি আরও জানান ,মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’র প্রকল্পগুলি বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হচ্ছে, যাতে মানুষ খুব খুশি। আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও সম্মান ও পুরস্কার পাবেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী ঠান্ডা ঘরে বসে শুধু ঘন্টা নাড়াবেন। দেশটাকে তিনি রসাতলে দিয়েছেন।2024 সালে দেশটাকে হয়তো বিক্রি করে দেবে,আর বিজেপি দলটা তো উঠেই যাবে।