ভগবানগোলাতে আবারও আগুন।

আজ ১৩ই মে শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার গোবরাতে গত রাতে জাহির খাঁন এর বাড়িতে আগুন লাগে। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং কিছু গূহপালিত মারা যায়। উক্ত ঘরে আগুন লাগা ব্যাক্তি ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে দেখা করে বিষয় টা বলেন।বিধায়ক ইদ্রিস আলী জাহির খাঁনের সঙ্গে দেখা করে তিরপল দিয়ে সাহায্য করেন এবং বলেন আপনি বিডিও পুলক কান্তি মজুমদারকে জানান। তিনি আরও বলেন এর আগেও এই ভগবানগোলায় বহু আগুন লেগেছে,প্রচুর পরিমানে খয়খতি হয়েছে এমনকি মানুষের প্রানহানি পর্যন্ত হয়েছে। এখানকার মানুষের এই দূর্দশা থেকে রক্ষা করার জন্য,আমি ভগবানগোলাতে দমকল কেন্দ্র করার জন্য বিধানসভায় প্রস্তাব রেখেছি।রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শ্রী সৃজিত বসুকে চিঠি দিয়েছি। মাননীয় মন্ত্রী শ্রী সৃজিত বসু,এই ভগবানগোলায় খুব শীঘ্রই দমকল কেন্দ্র করবেন বলে আশ্বাস দেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানুষের বিপদে আপদে,সব সময় আছেন এবং থাকবেন।

উক্ত অনুষ্ঠানে বিধায়ক ইদ্রিস আলী ছাড়াও উপস্থিত ছিলেন কুঠিরামপুর অঞ্চলের সভাপতি সেখ মোস্তফা,রিয়াত হোসেন সরকার ওরফে রাজেশ, রবিউল ইসলাম,সেখ ইব্রাহিম ওরফে মহাবীর।

Leave a Reply

Shares